Tag Archives: মনোহরগঞ্জ উপজেলা যুবদলের সহ সভাপতি মিজানকে ঢাকায় কুপিয়ে হত্যা

মনোহরগঞ্জ উপজেলা যুবদলের ৪২-তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আবুল খায়ের, মনোহরগঞ্জ:
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী যুবদলের ৪২-তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

কেন্দ্রীয় জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালামের নির্দেশে মনোহরগঞ্জ উপজেলা যুবদল এই দিবসটি কেক কাটার মাধ্যমে যথাযথভাবে পালন করেন।

এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রহমত উল্যাহ জিকু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্যাহ চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আলম মেম্বার, মৈশাতুয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মান্নান মেম্বার, উত্তর ঝলম ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক রাসেল মজুমদার, ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুকবুল আহমেদ সহ উপজেলা ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।

মনোহরগঞ্জ উপজেলা যুবদলের সহ সভাপতি মিজানকে ঢাকায় কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা যুবদলের সহ সভাপতি মিজানুর রহমানকে ঢাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা।

শনিবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার সরসপুর ইউনিয়নের শাহপুর গ্রামের বাসিন্দা। তিনি চৈতি কালাম সমর্থিত গ্রুপের রাজনীতিতে জড়িত।

স্থানীয় সূত্র জানান, ঢাকার ইব্রাহীমপুরের বাসায় ফিরছিলেন যুবদল নেতা মিজানুর রহমান। এসময় দুর্বৃত্তরা তাকে এলোপাতারি কুপিয়ে আহত করে। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজধানীর কাফরুল থানার ওসি মো: আসলাম উদ্দিন জানান, ঘটনার সময় ওই এলাকায় মুসলধারে বৃষ্টি হচ্ছিল। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।