নিজস্ব প্রতিবেদক:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলামের পক্ষ থেকে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে। তাছাড়া ৩০ টি বেডে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের কাজ শুরু হয়েছে।
শুক্রবার (৩০ জুলাই) এগুলো প্রদান করা হয়।
মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে মনোহরগঞ্জবাসী ও মনোহরগঞ্জ উপজেলা প্রশাসন।