Tag Archives: মাস্ক ব্যবহার না করায় চাঁদপুরে ৯০ জনকে ১২৫০ টাকা জরিমানা

মাস্ক ব্যবহার না করায় চাঁদপুরে ৯০ জনকে ১১,২৫০ টাকা জরিমানা

 

স্টাফ রিপোর্টারঃ

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ রোধে মাস্ক ব্যবহার নিশ্চিতে চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। এ সময় মাস্ক না পরায় পৃথক অভিযানে ৯০ জনকে ১১ হাজার ২৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের দু’টি স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান নিজেই।

অভিযান পরিচালনাকালে উপস্থিত থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবদুল্লাহ আল মাহমুদ জামান জানান, দুটি ভ্রাম্যমাণ আদালতের মধ্যে ইলিশ চত্বর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম ৬৫ জনকে ৭ হাজার ৭০০ টাকা এবং পালবাজার এলাকায় উজ্জ্বল হোসেন ২৫ জনকে ৩ হাজার ৫৫০ টাকা জরিমানা করেছেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান।