Tag Archives: মাহতাব করিম এলভিনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তাসফিয়া রিফাত

মাহতাব করিম এলভিনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তাসফিয়া রিফাত

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতের বড় কন্যা তাসফিয়া রিফাতের  (আই এফ আই সি ব্যাংক  এর আই টি অফিসার)  সাথে
কুমিল্লা মহানগর ব্যবসায়ী মালিক সমিতির সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ি রেজাউল করিম রতনের একমাত্র পুত্র মাহতাব করিম এলভিন  সম্প্রতি বিবাহ বন্ধণে আবদ্ধ হয়েছেন।

মাহতাব করিম এলভিন বর্তমানে ডিসেন্ট ফার্মার  এক্সিকিউটিভ অফিসার হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি কুমিল্লা নগরীর সুনামধন্য রেষ্টুরেন্ট লা-ভিক্টোরিয়ান্স এর সত্ত্বাধিকারী।

দীর্ঘ ৯ বছর প্রেম করে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ  হলেন ।