Tag Archives: মা একুশ মানে কি

মা একুশ মানে কি

ম. আরিফুল ইসলাম দিদারঃ

মা একুশ মানে কি,

আরে খোকা একুশ মানে মায়ের ভাষা,

একুশ মানে বাংলা ভাষা।

তোর বইয়ের স্বরবর্ণ এটা পেয়ে বাংলা ধন্য।
তোর বইয়ের ব্যঞ্জনবর্ণ এর জন্য অসংখ্য মা করেছে কোল শূন্য।

তোর দেশের বাংলা বুলি,
রক্ষা করতে তরুণ তরুণী বুকে পেতেছে অজস্র গুলি।

এই খোকা শুন,সেই রক্তরসে ভেজা বর্নের লাগি যে মানুষজন বিলিয়েছে প্রান।
আজ তারা চির অমর হয়ে, বাংলার মানচিত্রে স্বর্ণাক্ষরে লিখিয়াছে নাম।

মা সেই সোনার টুকরাগুলো পাব কোথায়,
খোকা যদি তাহাদের সাথে করিতে দেখা হয় মৌনসম্মতি,
তবে ভাষা রক্ষীদল এর শহিদ মিনারে পুষ্প ছিটিয়ে

খোদার দরবারে হাতে মাঙ্গে কর মিনতি।