Tag Archives: মৃতের সংখ্যা বেড়ে ২৭০৯ জন

দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু আরও ৪১ জনের, মৃতের সংখ্যা বেড়ে ২৭০৯ জন

 

স্টাফ রিপোর্টারঃ

প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণে দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে আরও ৩ হাজার ৫৭ জন। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ১০ হাজার ৫১০ জনে।

আজ করোনা প্রাণ কেড়ে নিয়েছে আরও ৪১ জনের। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ গেল মোট ২ হাজার ৭০৯ জনের।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছেন এক হাজার ৮৪১ জন। সব মিলিয়ে সুস্থ্য হয়েছে এক লাখ ১৫ হাজার ৩৯৭ জন।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এছাড়াও গত ২৪ ঘন্টায় পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৮৯৮টি। সংগ্রহ করা হয়েছিল ১২ হাজার ১৪৯টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ১০ লাখ ৫৪ হাজার ৫৫৯টি।