Tag Archives: মৃতের সংখ্যা ৪৯

চাঁদপুরে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৬৯, মৃতের সংখ্যা ৪৯

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত আরো ১৭ জনের রিপোর্ট পজেটিভ এসেছে। এ নিয়ে চাঁদপুরে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬৯ জন। বৃহস্পতিবার (২৫ জুন) পর্যন্ত চাঁদপুর জেলা জুড়ে মোট করোনাভাইরাস শনাক্ত রোগী ৬৬৯ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ২০৮ জন।

নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদরে ৪ জন, শাহরাস্তিতে ২ জন, হাজীগঞ্জে ১, হাইমচরে ৪জন, মতলব উত্তরে ৩ জন, কচুয়ায় ১ জন, ফরিদগঞ্জে ২ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ৪৯ জন। বাকী ৪শ’ ১২ জন চিকিৎসাধীন।

জেলায় মৃত ৪৯ জনের মধ্যে- চাঁদপুর সদরে ১৩ জন, ফরিদগঞ্জে ৬ জন, হাজীগঞ্জে ১৪ জন, শাহরাস্তিতে ৪ জন, কচুয়ায় ৫ জন, মতলব উত্তরে ৫ জন ও মতলব দক্ষিণে ২ জন। চাঁদপুর জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন) পর্যন্ত চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৬৬৯ জনের উপজেলা ভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২৬৯, ফরিদগঞ্জে ৬৫, মতলব উত্তরে ৩৬, হাজীগঞ্জে ৬৮, মতলব দক্ষিণে ৭৪, কচুয়ায় ৩০, হাইমচরে ৪০ ও শাহরাস্তিতে ৮৭জন। সিভিল সার্জন ডা: মোঃ সাখাওয়াত উল্লাহ বৃহস্পতিবার এক প্রেস নোটে জানান, চাঁদপুরে দিনের প্রাপ্ত কোন নমুনা সংগ্রহ হয়নি। দিনের প্রাপ্ত রিপোর্ট ১৫২টি। এর মধ্যে ১৭টি পজেটিভ ও ১৩৫টি নেগেটিভ। এ পর্যন্ত মোট প্রেরণকৃত নমুনার সংখ্যা দাঁড়ালো ৪১৩১। এর বিপরীতে রিপোর্ট এসেছে ৩৪৪৮টি। অপেক্ষমান রিপোর্ট ৬৮৩টি।

তিনি জানান, চাঁদপুর জেলায় এখন পর্যন্ত আইসোলেশনে ভর্তিকৃত রোগীর সংখ্যা ৩শ’ ২জন। এর মধ্যে ইতিমধ্যে ছাড়পত্র পেয়েছেন ২শ’ ৬০জন। বর্তমানে আইসোলেশনে রোগীর সংখ্যা ৪২জন। চিকিৎসাধীন ৪১২ জনের মধ্যে হাসপাতালে ৩০ জন, ঢাকায় রেপার ৬ জন ও হোম আইসোলেশনে ৩৭৬ জন। জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির সংখ্যা ৫ হাজার ৯শ’ ৩৭জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৪ হাজার ১শ’ ৩ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন ১ হাজার ৮৩৪জন।