Tag Archives: মৃত্যুর সংখ্যা বেড়ে ৩২৮

করোনায় একদিনে নতুন শনাক্ত ১২৭৩, মৃত্যুর সংখ্যা বেড়ে ৩২৮

 

ডেস্ক রিপোর্টঃ

দেশে গত ২৪ ঘন্টায় মহামারী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ১৪ জনের । এ পর্যন্ত করোনায় প্রাণ গেল মোট ৩২৮ জনের।

একই সময়ে ভাইরাসের সংক্রমণে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭৩ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ২২ হাজার ২৬৮ জন।

রবিবার (১৭ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন অধিদফতরটির অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তে আরও ৮ হাজার ৫৭৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আট হাজার ১১৪টি নমুনা। নতুন সুস্থ হয়েছেন আরও ২৫৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৪ হাজার ৩৭৩ জন।

বুলেটিনে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে স্বাস্থ্য অধিদফতর ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ-নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।