Tag Archives: মেসি খুশিতে থাকলে নিজের সেরাটা উজাড় করে দেয়: পিএসজি কোচ

মেসি খুশিতে থাকলে নিজের সেরাটা উজাড় করে দেয়: পিএসজি কোচ

স্পোর্টস ডেস্কঃ

পিএসজির কোচ ক্রিস্তফ গালতিয়ে বলেছেন, লিওনেল মেসি ছন্দে ফিরেছেন। সে খুশিতে থাকলে নিজের সেরাটা উজাড় করে দেয়।

আর্জেন্টাইন তারকা মেসি আবারো বিশ্বসেরা হতে পারবেন কিনা- এমন এক প্রশ্নের জবাবে কোচ গালতিয়ে বলেন, অবশ্যই হতে পারে। যদি সে অবিশ্বাস্য ফর্মে থাকে। সে ভালোমতো প্রস্তুত। সে ভালো আছে আর খুশি থাকলেই সে পারফর্ম (গোল) করে।

বার্সেলোনার সঙ্গে প্রায় দুই যুগের সম্পর্ক চুকিয়ে গত বছর পিএসজিতে এসে নতুন পরিবেশে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেননি মেসি। গত মৌসুমে লিগ ওয়ানে ২৬ ম্যাচে মাত্র ৬টি গোল করেন তিনি। তবে চলতি মৌসুকে বেশ ছন্দেই আছেন মেসি।

শনিবার রাতে লিগ ওয়ানের ম্যাচে নিসের বিপক্ষে পিএসজির ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে প্রথম গোলটি করেন মেসি। বাঁ-পায়ের জোরালো শটে গোল নিশ্চিত করেন তিনি। পিএসজির জার্সিতে এটি মেসির সরাসরি ফ্রি-কিক থেকে প্রথম গোল।

পিএসজির হয়ে এবার এখনো পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে গোল ৭টি করেছেন মেসি। আর সতীর্থদের দিয়েও নিয়মিত গোল করাচ্ছেন।

পিএসজির কোচ বলেন, প্রতিদিন সকালে মেসিকে অনুশীলনে দেখে আমার খুব ভালো লাগে। সে মানসিকভাবে খুব ভালো অবস্থায় আছে, খুব খুশি। সে নিঃস্বার্থ খেলোয়াড়, যে খেলার গতিপথ নির্ধারণ করে দেয় এবং সবসময় গোল করে।