Tag Archives: মেসি রোনালদো একসাথে বসে কি কথা বললেন ?

মেসি রোনালদো একসাথে বসে কি কথা বললেন ?

 

স্পোর্টস ডেস্কঃ

বৃহস্পতিবার রাতে  উয়েফা চ্যাম্পিয়নস লীগের সেরা খেলোয়াড়, সেরা গোলকিপার, ডিফেন্ডার, মিডফিল্ডার এবং ফরওয়ার্ডকে পুরস্কার দেয়ার অনুষ্ঠান আয়োজন করে উয়েফা। দেড় যুগের ও বেশী সময় ধরে সমান তালে তালে খেলছেন মেসি – রোনালদো।  বৃহস্পতিবার অনুষ্ঠানে তারা দুজন পাশাপাশি বসেছিলো, একসাথে অনেক কথাই বললো।

অনুষ্ঠানের এক পর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রোনালদো বলেন, ‘আমরা ১৫ বছর ধরে এই মঞ্চ ভাগাভাগি করে নিচ্ছি। আমরা দুজন ছাড়া আর কেউ নেই এত বছরে। এটা কিন্তু সহজ নয়। আমাদের সম্পর্কটা দারুণ। যদিও আমরা কোনোদিন এক সঙ্গে ডিনারে যাইনি, কিন্তু সেটা অদূর ভবিষ্যতে দেখা যেতে পারে।

রোনালদো আরও বলেন যে, জুভেন্তাসের হয়ে ইতালিতে তিনি দারুণ সময় কাটাচ্ছেন। শেষ মৌসুমে ৩টি ট্রফিও জিতেছেন। কিন্তু রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময়টা তিনি কখনো ভুলতে পারবেন না। সেই সময় মেসি-রোনালদোর দ্বৈরথ শুধু ফুটবলপ্রেমীরা নয়; তারা দুজনও অনেক উপভোগ করেছেন। রোনালদো বলেন, ‘একে অপরকে ছাপিয়ে যাওয়ার যুদ্ধ আমাদের দুজনের খেলারই উন্নতি ঘটিয়েছে। ও ভালো খেললে আমি উন্নতির চেষ্টা করেছি , আমি ভালো খেললে লিও ঠিক সেই চেষ্টা করেছে। ‘

রোনালদোর কাছে জানতে চাওয়া হয় তিনি আর মেসি এক সঙ্গে অবসর নেবেন কিনা- এমন প্রশ্নের জবাবে রোনালদো বলেন, ‘লিও আমার থেকে ৩ বছরের ছোট। তবে আমি আমার বয়সের তুলনায় অনেক ফিট। চেষ্টা করলে হয়তো খেলা চালিয়ে যেতে পারি। তাই আগামী বছরও আমাকে এখানে দেখা যেতে পারে, তার পরের বছরও, তার পরের বছরও। তাই যারা আমাকে পছন্দ করেননা, তাদের কিছু করার নেই। আমাকে এখানে দেখা যাবেই। ‘