Tag Archives: মে দিবস

মে দিবস

 

মুনিয়া আফরোজঃ

বাঁচবার লড়াইয়ে কেউ দিনমজুর,
কেউ চাকর, কেউবা অফিসকর্মী।
কেউবা আবার দ্বাররক্ষক,
কেউ গার্মেন্টস যষ্টি।

কেউ খাঁটে দু’মুঠো ভাতের জন্য
কেউবা ভালো ভাবে বাঁচতে!
মালিক নরম বেডে আরাম করে,
শ্রমিক থাকে খাঁটতে।

ঘন্টার পর ঘন্টা পেরোয়,
দিন পেরিয়ে সন্ধ্যা হয়।
একের পর এক কাজ করে যায়,
তবুও কেউ কেউ সময় মতো
বেতন-মজুরি না পায়!

যবে হয় প্রতিবাদ, পায় শুধু মরণোঘাত!
অমন করে মরছে কত শ্রমিক!
হয়েছে আহত ক্রমশ।
শ্রমিকরা যেন পায় তাদের অধিকার,
হোক আন্দোলন, হোক প্রতিবাদ,
বেঁচে থাকুক মে দিবস।