Tag Archives: মোতায়েন

সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি

সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন

সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েন

ডেস্ক রিপোর্ট:

অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ সারা দেশে ১৯১ প্লাটুন বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে।

রবিবার (১০ নভেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৫ আগস্ট বিশাল গণআন্দোলনের প্রভাবে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ওইদিন ছাত্র-জনতার বিক্ষোভের মুখে দলটির সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন।

সরকার পতনের প্রায় তিন মাস পর আওয়ামী লীগ আবার রাজনৈতিক কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। আজ রবিবার বিকেল ৩টায় শহীদ নূর হোসেন স্মরণে এবং “অগণতান্ত্রিক শক্তির অপসারণ ও গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার” দাবিতে গুলিস্তানের জিরো পয়েন্টে সমাবেশের আয়োজন করেছে তারা। অন্যদিকে, একই স্থানে আওয়ামী লীগের বিচার দাবি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও গণজমায়েতের ডাক দিয়েছে।

এই পাল্টাপাল্টি অবস্থানের প্রেক্ষাপটে সারা দেশে বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যেই করা হয়েছে।

এদিকে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির বিপক্ষে কড়া সতর্কতা জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতি নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার (৯ নভেম্বর) দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজে বলেন, “আওয়ামী লীগ বর্তমানে একটি ফ্যাসিবাদী দল। এ দলকে বাংলাদেশে কোনো ধরনের প্রতিবাদ কর্মসূচি পালনের সুযোগ দেওয়া হবে না।”

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও এ বিষয়ে ফেসবুকে পোস্ট করে লিখেছেন, “গণহত্যাকারী ও নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। আওয়ামী লীগ তার বর্তমান অবস্থায় একটি ফ্যাসিবাদী দল। স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশ নিয়ে কেউ কোনো ধরনের র্যালি, সমাবেশ বা মিছিলের চেষ্টা করলে তাদের পূর্ণ শক্তির মুখোমুখি হতে হবে।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে র‌্যাবের ৪৬০ টহল টিম মোতায়েন

ডেস্ক রিপোর্ট:

চলমান রাজনৈতিক পরিস্থিতি ও বিভিন্ন দলের ডাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে জনগণের জানমাল রক্ষায় ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানী ঢাকাসহ সারা দেশে র‌্যাবের ৪৬০টি টহল টিম মোতায়েন করা হয়েছে।

আজ সোমবার (৬ নভেম্বর) সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‌্যাব ফোর্সেসের ১৬০টি টহল টিম মোতায়েন করা হয়েছে। এছাড়া ঢাকাসহ সারা দেশে ৪৬০টি টহল টিম মোতায়েন রয়েছে।

অপরদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীসহ সারা দেশে ২২৮ প্লাটুন বিজিবি সদস্যও মোতায়েন করা হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন।

সরকারের পদত্যাগের একদফা দাবি এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে গতকাল রোববার সকাল থেকে দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। তাদের যুগপৎ আন্দোলনের শরিকরাও এই অবরোধ পালন করছে। পাশাপাশি জামায়াতে ইসলামীও আলাদা করে এই ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করছে।

এর আগে প্রথম দফায় গত সপ্তাহের শেষ তিন দিন (৩১ অক্টোবর-২ নভেম্বর) টানা অবরোধ পালন করে বিএনপি-জামায়াত। তার আগে ২৯ অক্টোবর হরতাল পালন করে তারা।

সারা দেশে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন

ডেস্ক রিপোর্ট:

বিএনপি ও জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলছে। এ ছাড়া বিভিন্ন এলাকায় গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ চলমান রয়েছে। এসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি হতে না পারে; সেজন্য রাজধানী ঢাকাসহ সারা দেশে ২২৮ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্য মোতায়েন করা হয়েছে।

আজ সোমবার (৬ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকাসহ সারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ২২৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে গতকাল রোববার (৫ নভেম্বর) বিএনপি-জামায়াতের ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি কেন্দ্র করে ঢাকাসহ আশপাশের জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।