Tag Archives: যাত্রীবাহি বাস

সদর দক্ষিণে মদিনা বাসের ধাক্কায় প্রাণ গেল ২ জনের, গুরুতর আহত ৪

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণে মদিনা পরিবহনের একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশার ২ যাত্রী মারা গেছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়নের চৌয়ারা-সুয়াগাজী সড়কের ফুলতলি এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার সুয়াগাজী বাজারের স্বর্ণ ব্যবসায়ী আমানুল্লাহ মজুমদার (৬০) ও টঙ্গিরপাড় গ্রামের ফাতেমা আক্তার (৩০)।

আহতরা হলেন- নিহত ফাতেমা আক্তারের ছেলে মো. জুনাইদ (৯), মাটিয়ারা এলাকার শাহেদ (১৫), শিফাত (২৭) ও অটোরিকশাচালক মো. আশিক (২৫)।

সদর দক্ষিণ মডেল থানার উপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, চৌয়ারা-সুয়াগাজী সড়কে মদিনা পরিবহনের একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাতে থাকা ২ জন যাত্রী নিহত হয়েছে, আহত হয়েছে আরও ৪ জন। আহতদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ডাক্তার দেখাতে গিয়ে বাস চাপায় একই পরিবারের ৬ জনসহ নিহত ৭

 

ডেস্ক রিপোর্টঃ

মানিকগঞ্জে যাত্রীবাহি বাসের চাপায় অটোচালিত সিএনজির ৭ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৬ জন একই পরিবারের সদস্য।

একই পরিবারের ৬ জনের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চাষাভাদরা গ্রামে। এছাড়া সিএনজি চালক জামালও (৩২) নিহত হয়েছেন।

শুক্রবার (৪ ডিসেম্বর) বিকাল ৩টায় মানিকগঞ্জের মুলকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এরা মানিকগঞ্জ শহরে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন।