স্টাফ রিপোর্টার:
সৌদি আরবে রিয়াদস্থ ‘চৌদ্দগ্রাম ফাউন্ডেশন’ এর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মে) রিয়াদের স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জিয়ানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী।
রিয়াদস্থ চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ আব্দুল কাদেরের সভাপতিত্বে ও সেক্রেটারী মিজানুর রহমানের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা আহবায়ক ও এনটিভি প্রতিনিধি ফারুক আহম্মেদ, রিয়াদস্থ বদর আসসামা মেডিকেল সেন্টারের ডিএমডি জাহাঙ্গীর আলম, চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের সহ-সভাপতি কাজী ফারুক, জেদ্দাস্থ চৌদ্দগ্রাম প্রবাসী কল্যাণ সমিতির সেক্রেটারী আব্দুল জলিল, চৌদ্দগ্রাম ফাউন্ডেশনের সদস্য মাসুদ রানা প্রমুখ।