ডেস্ক রিপোর্ট :
ঢাকার মিরপুর থেকে অপহৃত হোমিওপ্যাথিক চিকিৎসককে টাঙ্গাইলের মধুপুর ভাওয়াল বন এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব-৪ এর একটি দল। এসময় অপহরণের সঙ্গে জড়িত ছয়জনকে আটক করা হয়েছে। র্যাব-৪ এর সিনিয়র এএসপি সাজ্জাদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার ভোরে অপহৃত ব্যক্তিকে উদ্ধার ও ছয় অপহরণকারীকে আটক করা হয়। আজ বৃহস্পতিবার এ অপহরণ ও উদ্ধারের বিস্তারিত তুলে ধরে র্যাব।
৩ এপ্রিল বুধবার সকাল সাড়ে ১১টায় চিকিৎসার নাম করে মিরপুর-১০ নাম্বার থেকে হোমিওপ্যাথিক চিকিৎসক মোনায়েমুল বাশারকে মধুপুর ভাওয়াল বনে এক বাসায় নিয়ে যায়। সেখানে পৌঁছামাত্র অপহরণকারীরা তার হাত ও চোখ মুখ বেঁধে ফেলে। তার উপর নির্যাতন চালানো হয়।
এ সময় তাকে মারধর ও চিৎকারের শব্দ মোবাইল ফোনে তার পরিবারকে শুনিয়ে ৫ লাখ টাকা দাবি করে।