Tag Archives: রোটারী ইন্টারন্যাশনালের বর্ষবরণ পালন করলো ২৪টি ক্লাবের রোটারিয়ানরা

 রোটারী ইন্টারন্যাশনালের বর্ষবরণ পালন করলো ২৪টি ক্লাবের রোটারিয়ানরা

 

স্টাফ রিপোর্টারঃ

রোটারী ইন্টারন্যাশনালের বর্ষবরণ উপলক্ষে রোটারী জেলা ৩২৮২ এর গোমতী জোনের উদ্যোগে কুমিল্লা টাউনহল মাঠে বেলুন উড়িয়ে অন্ত্যন্ত আনন্দঘন পরিবেশে গোমতী জোনের ২৪টি ক্লাবের রোটারিয়ানরা নতুন বর্ষবরণ উদযাপন করেন।

সোমবার (১ জুন) সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এমরান কবির চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিশেষ অতিথি আইপিডিজি দিলনাশী মোহশেন,ডিজিএন আবু ফয়েজ খান চৌধুরী, লেফটেন্যান্ট গভর্ণর অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক,ইয়ার লঞ্চিং কমিটির চেয়ারম্যান মো: ইমামুজ্জামান চৌধুরী শামিম , গোমতী জোনের প্রেসিডেন্ট ফোরামের প্রেসিডেন্ট এড. মো: সাইফুল ইসলাম ভূইয়াসহ গামতী জোনের সকল প্রেসিডেন্ট,সেক্রেটারী ও সদস্যরা।

শোভাযাত্রা শেষে টাউনহল মিলনায়তনে আলোচনা সভা, সার্ভিস প্রজেক্ট হিসেবে বিভিন্ন স্কুলের ২শত শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।