Tag Archives: লকডাউনে মা হওয়ার সুখবর দিলেন যেসব নায়িকারা

লকডাউনে মা হওয়ার সুখবর দিলেন যেসব নায়িকারা

বিনোদন ডেস্ক:

করোনার কারণে সবার মত লকডাউনে গৃহবন্দি ছিলেন শোবিজ তারকারাও। এই গৃহবন্দির সময়ে যে সব নায়িকারা মা হওয়ার সুখবর দিলে যে নায়িকারা তাদের সম্পর্কে জেনে নিন।

মা হওয়ার সুসংবাদ দিলেন প্রথমেই বলিউড তারকা অনুশকা শর্মা।

এরপরই অবশ্য রয়েছেন নবাব ঘরণী, কারিনা কাপুর খান। তিনিও দ্বিতীয় সন্তানের কথা জানিয়েছেন। আগামী বছর জন্ম নেবে সাইফ ও কারিনার দ্বিতীয় সন্তান।

এবার টলিউডের তারকা দম্পতি রাজ-শুভশ্রী। লকডাউনে তারাও ঘোষণা করেছেন আসন্ন সন্তানের কথা। গর্ভবতী শুভশ্রী। তবে এর মধ্যেই আবার করোনা আক্রান্ত হয়েছিলেন রাজ। তবে শুভশ্রীর করোনা টেস্ট নেগেটিভই এসেছে। খুবই সাবধানে থাকছেন তিনি।

এরপর রয়েছে পূজা বন্দ্যোপাধ্যায়। তিনিও মা হতে চলেছেন। বাংলা ছবির অভিনেত্রী, যিনি হিন্দি সিরিয়ালের জগতেও বেশ জনপ্রিয়। সন্তানের জন্মের পরই সামাজিক রীতি মেনে বিয়ে করবেন তিনি।

বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ অঙ্কিতাও গর্ভবতী। লকডাউনে শুরুর দিকে তিনি নিজেই ফেসবুকে সেই গুড নিউজ দিয়েছিলেন। জানিয়েছিলেন যে, এ বছর সেপ্টেম্বর মা হবেন তিনি।

অন্যদিকে এই লকডাউনের সময়ই সন্তান আসার সুখবর দেন হার্দিক ও স্ত্রী নতাশা। ৩০ শে জুলাই পুত্র সন্তানের জন্ম দেন নতাশা।