Tag Archives: লঞ্চ চলাচল

২১ ঘণ্টা বন্ধ থাকার পর চাঁদপুর নৌরুটে লঞ্চ চলাচলের ঘোষণা

ডেস্ক রিপোর্ট:

প্রায় ২১ ঘণ্টা বন্ধ থাকার পর চাঁদপুর থেকে সারাদেশের সঙ্গে লঞ্চ চলাচল চালুর ঘোষণা করা হয়েছে। শনিবার ( ১৮ নভেম্বর ) সকাল সাড়ে ৭টায় থেকে লঞ্চ চলাচল শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর নদী বন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ এবং বন্দর ও পরিবহন বিভাগের ভারপ্রাপ্ত উপপরিচালক শাহাদাত হোসেন।

তিনি জানান, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে প্রতিকূল আবহাওয়া অনুকূলে আসা এবং নদী বন্দরের জন্য কোনো সতর্কতা সংকেত না থাকায় নৌ-নিরাপত্তা ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের প্রধান কার্যালয়ের নির্দেশনাক্রমে প্রায় ২১ ঘণ্টা পর আজ সকাল সাড়ে ৭টায় চাঁদপুর-ঢাকা এবং চাঁদপুর-নারায়ণগঞ্জ নৌপথে পুনরায় নৌযান চলাচল স্বাভাবিকভাবে শুরু হয়েছে।

এর আগে শুক্রবার বেলা ১১টা থেকে ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চাঁদপুর থেকে সারাদেশের সঙ্গে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়।