Tag Archives: লাকসামে ব্র্যাকের উদ্যোগে বাজার ব্যবস্থাপনা কমিটি শক্তিশালী করণে কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে ব্র্যাকের উদ্যোগে বাজার ব্যবস্থাপনা কমিটি শক্তিশালী করণে কর্মশালা অনুষ্ঠিত

সেলিম চৌধুরী হীরাঃ

কুমিল্লার লাকসামে ব্র্যাকের উদ্যেগে বাজার ব্যবস্থাপনা কমিটি শক্তিশালী করনে ফলোআপ কর্মশালা প্রো-পুত্তর গ্রোথ অব রুরাল এন্টার প্রাইজেজ থ্রু সাসটেনেবল স্কিলস্ ডেভেলপমেন্ট প্রোগ্রাম দক্ষতা উন্নয়ন কর্মসূচী উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে পৌরশহরের নশরতপুর বাজার কমিটি নির্ধারিত স্থানে অনুষ্ঠিত হয়েছে।

মোঃ আবদুল কাদের হোরনের সভাপতিত্বে ও ফিল্ড টেকনিকাল অফিসার অসীম আকারীমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাক ব্যাংক লিঃ লাকসাম শাখার ব্যবস্থাপক মোঃ মেহেদী হাসান।

এ সময় শোভন কাজ বাস্তবায়নের উপর প্রানবন্ত বক্তব্য রাখেন লাকসাম উপজেলা ট্রেনিংপ্রাপ্ত এল.ই.ও মোঃ মোবারক হোসেন।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মোশারফ হোসেন, তোফাজ্জল হোসেন, মোঃ শাহ কামাল, মোঃ মফিজুল রহমান, মোঃ জমির আলী, মোঃ পারভেজ আলম, দক্ষিন কুমিল্লা মোটর সাইকেল এসোসিয়েশনের এর পক্ষে মোঃ শহিদুল ইসলাম, মোঃ মনির হোসেন প্রমুখ।