Tag Archives: লাকসামে মৎস্য সপ্তাহ উদ্বোধন

লাকসামে মৎস্য সপ্তাহ উদ্বোধন

 

সেলিম চৌধুরী হীরা :

‘মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১৮ জুলাই) লাকসামে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে র‌্যালি, জলাশয়ে পোনামাছ অবমুক্ত, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলমের সভাপতিত্বে ও ফিল্ড মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইউনুছ ভূঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) উজালা রানী চাকমা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গোলাম মোস্তফা, প্রকল্প কর্মকর্তা দেবেশ চন্দ্র দাস, কৃষি কর্মকর্তা মোহাম্মদ রেজাউল হক, খামার ব্যবস্থাপক মামুনুর রশিদসহ উপজেলার মৎস্য চাষীবৃন্দ।

অনুষ্ঠানে সফল মৎস্যচাষী হুমায়ুন কবির ফরাজী, বিল্লাল হোসেন, রুস্তুম আলী, মোহাম্মদ ইউসুফ, নূরে আলম নয়ন, সফিকুর রহমানকে সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়।