Tag Archives: লাকসাম-সোনাইমুড়ী সড়কে হিমাচলের ধাক্কায় সিএনজি দুমড়েমুচড়ে নিহত ৩

লাকসাম-সোনাইমুড়ী সড়কে হিমাচলের ধাক্কায় সিএনজি দুমড়েমুচড়ে নিহত ৩

 

স্টাফ রিপোর্টারঃ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার সোনাইমুড়ী-লাকসাম সড়কে হিমাচল পরিবহনের ধাক্কায় সিএনজি দুমড়েমুচড়ে তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে বেগমগঞ্জ থানা এলাকার মিরওয়ারিশপুরে এ দুর্ঘটনা ঘটে।

তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করে বেগমগঞ্জ মডেল থানা পুলিশের ওসি ফিরোজ হোসেন মোল্লা বলেন, ঢাকা থেকে হিমাচল পরিবহনের একটি বাস বেগমগঞ্জ থানা এলাকার মিরওয়ারিশপুরে পৌঁছালে যাত্রীবাহী সিএনজিকে ধাক্কা দেয়।

এতে সিএনজি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই এক সিএনজি যাত্রী নিহত হন। এ সময় আরও পাঁচজন আহত হন। তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসাপাতালে নেয়ার পথে আরও দুই সিএনজি যাত্রী মারা যান।

ওসি ফিরোজ হোসেন আরও বলেন, নিহতদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ। তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। হতাহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।