রেজাউল করিম (সাকিব)
শরতের কাশফুল,
যেন আকাশের সাদা মেঘের ফুল।
শরৎ এর কাশফুল
শরৎ কালের ভালোলাগা এক রূপ
রাস্তা পাশে নদীর তীরে অথবা পুকুরে পাড়ে
শরৎ এর রূপ হাসে
আকাশের সাদা মেঘে ফুল
যেন শরৎ এর কাশফুল
গ্রাম বাংলার রূপে
রাস্তার পাশে নদীর তীরে
শরৎ এর রূপ হাসে