Tag Archives: শাহরাস্তি পৌর নির্বাচনে সাংবাদিক কামরুজ্জামান সেন্টুর মনোনয়ন সংগ্রহ

শাহরাস্তি পৌর নির্বাচনে পুনরায় নৌকার মাঝি আব্দুল লতিফ

 

ইউসুফ পাটোয়ারী লিংকন:

চাঁদপুরের শাহরাস্তি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার মাঝি হলেন শাহরাস্তি পৌর আওয়ামী লীগের আহবায়ক, চাঁদপুর জেলা আওয়ামিলিগের সদস্য ও বর্তমান মেয়র হাজী আব্দুল লতিফ।

আগামী ২৮ ফেব্রুয়ারী পঞ্চম ধাপে ৩১টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার (৩০ জানুয়ারী) প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক হাজী আব্দুল লতিফকে মেয়র প্রার্থী হিসেবে দলীয় প্রতীক (নৌকা) মনোনয়ন দেওয়া হয়েছে।  এমন ঘোষণা শোনার পর শাহরাস্তি আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ দলীয় নেতাকর্মীরা অভিনন্দন জানান।

দলীয় মনোনয়ন পাওয়ায় এক বিবৃতিতে হাজী আব্দুল লতিফ বলেন, ‘সব মানুষের আন্তরিক ভালোবাসা ও দোয়ায় প্রিয় নেত্রী শেখ হাসিনা দ্বিতীয় বারের মতো আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। আগামী ২৮ ফেব্রুয়ারী নির্বাচনে সবার ভালোবাসা নিয়ে নির্বাচনি কার্যক্রম চালিয়ে যাবো। দলীয় প্রতীক পাওয়া আমার প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আন্তরিক অভিনন্দন জানাই।’

শাহরাস্তি পৌর নির্বাচনে সাংবাদিক কামরুজ্জামান সেন্টুর মনোনয়ন সংগ্রহ

ইউসুফ পাটোয়ারী লিংকনঃ

আসন্ন শাহরাস্তি পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদে সাংবাদিক কামরুজ্জামান সেন্টু মনোনয়ন সংগ্রহ করেছেন।

বুধবার (২০ জানুয়ারি) বিকেল ৩ টায় তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবুল কাসেমের কাছ থেকে উক্ত মনোনয়নপত্র সংগ্রহ করেন।

জানা যায়, শাহরাস্তি প্রেসক্লাবের কার্যকরী সদস্য, উপজেলা তাঁতিলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আইন ও শালিস কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের সদস্য মোঃ কামরুজ্জামান সেন্টু শাহরাস্তি পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় তিনি এবারের পৌর নির্বাচনে অংশগ্রহণ করছেন। মনোনয়নপত্র সংগ্রহকালে এলাকার গণ্যমান্য ব্যাক্তিগণ ও প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।