Tag Archives: সংঘর্ষ

মুরাদনগরে তাহেরীর আগমনকে কেন্দ্র করে

মুরাদনগরে তাহেরীর আগমনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

মুরাদনগরে তাহেরীর আগমনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার মুরাদনগরে আলোচিত ইসলামিক বক্তা গিয়াস উদ্দিন তাহেরীর আগমনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার বিকালে উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের আমপাল গ্রামে এ ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন আমপাল গ্রামের নিজাম উদ্দিন (৩০), ইয়াসিন (৩৫), রুবেল মাঝি (২৫), মনির হোসেন (৩৫), জুয়েল (২৪), আল-আমিন, রহমান শিকদার, কাজল খান, ফাহিম শিকদার ও ডালিম সরকার প্রমুখ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের আমপাল গ্রামের সুরুজ ফকিরের বাড়িতে আগামী ২১ ফেব্রুয়ারি গিয়াস উদ্দিন তাহেরীর আগমনকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তার আগমন প্রতিহত করতে স্থানীয় আলেম সমাজ ও এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেন। জুমার নামাজের পর আমপাল প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে আমপাল পূর্বপাড়া ডালিমের বাড়ির সামনে এলে সুরুজ ফকিরের অনুসারীরা মিছিলে হামলা চালায়। এসময় মিছিলকারীরাও পাল্টা হামলা করে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

তাহেরী বিরোধী আবু হানিফ মাঝি বলেন, তাহেরীর আগমনকে কেন্দ্র করে সেখানে গান-বাজনার আয়োজন চলছিল। এর প্রতিবাদে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাচ্ছিলাম। এক পর্যায়ে সুরুজ ফকিরের অনুসারীরা লাঠিসোঁটা নিয়ে মিছিলে হামলা করে। এতে আমাদের ৮-৯ জন আহত হয়েছেন।

মাহফিলের আয়োজক রবিউল ইসলাম বলেন, তারা আমাদের মাজার ভেঙে দিতে আসছে এমন খবরে ভক্তবৃন্দরা বাঁধা দেয়। এসময় তাদের হামলায় আমাদের ৭-৮ জন আহত হয়েছেন।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, গিয়াস উদ্দিন তাহেরীর আগমনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুনেছি দুই পক্ষের লোকজন আহত হয়েছেন। বিষয়টি নিয়ে এখনো কোনো পক্ষ অভিযোগ করেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সূত্র: যুগান্তর

কুমিল্লা নগরীতে দুই কিশোর গ্যাং

কুমিল্লা নগরীতে দুই কিশোর গ্যাং এর মধ্যে সংঘর্ষ, অস্ত্রের মহড়া

কুমিল্লা নগরীতে দুই কিশোর গ্যাং এর মধ্যে সংঘর্ষ, অস্ত্রের মহড়া

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা শহরের দক্ষিণ চর্থা ও রাণীর দিঘীরপাড়ে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মাঝে সংঘর্ষ হয়েছে। এ সময় নগরীর কান্দিরপাড়ে দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে ব্যাপক শোডাউন করতে দেখা যায় একটি গ্রুপকে।

শুক্রবার ( ৩ জানুয়ারি) সোয়া ৪ টায় কুমিল্লা শহরের দক্ষিণ চর্থা ও রানীর দিঘীর পাড় এলাকায় কিশোর গ্যাংয়ের ধর্মপুর গ্রুপ (টোকাই) ও মহিলা কলেজ এলাকার গ্রুপের (টোকাই) মাঝে সংঘর্ষ হয়। উক্ত সময় উভয় গ্রুপের ব্যক্তিদের হাতে চাপাতি, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রসহ মহড়া দিতে দেখা যায় এবং রানীর দিঘির পাড়ে ২/৩ টি আতশবাজি (পটকা) ফুটিয়ে আতঙ্কের সৃষ্টি করে।

মূলত কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের খেলার মাঠে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয় গ্রুপের মধ্যে উক্ত সংঘর্ষের ঘটনাটি ঘটে বলে জানা যায়।

কোতয়ালি থানা পুলিশ এবং সেনাবাহিনীর আদর্শ সদর ক্যাম্পের একটি পেট্রোল দুষ্কৃতিকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

উক্ত সংঘর্ষে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানান, এখন পরিস্থিতি শান্ত। শহর জুড়ে পুলিশের টহল অব্যাহত রয়েছে। কিশোর গ্যাং সদস্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

চাঁদপুরে মধ্যরাতে তিন হাজার যাত্রী

চাঁদপুরে মধ্যরাতে তিন হাজার যাত্রী নিয়ে মাঝ নদীতে দুই লঞ্চের সংঘর্ষ

চাঁদপুরে মধ্যরাতে তিন হাজার যাত্রী নিয়ে মাঝ নদীতে দুই লঞ্চের সংঘর্ষ

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরের মেঘনা নদীতে মধ্যরাতে ঢাকা-বরিশাল নৌরুটে চলাচলকারী দুই বিলাসবহুল যাত্রীবাহী লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লঞ্চ দুটির সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হলেও কোনো যাত্রী হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২১ ডিসেম্বর) রাত আনুমানিক সোয়া ২টার দিকে চাঁদপুরের মেঘনা নদীতে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িত লঞ্চ দুটি হলো বরিশাল থেকে ঢাকাগামী এমভি কীর্তনখোলা-১০ এবং ঢাকা থেকে বরিশালগামী এমভি প্রিন্স আওলাদ-১০।

বরিশালের বিআইডব্লিউটিএ’র বন্দর কর্মকর্তা এবং নৌ-পুলিশ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘন কুয়াশার কারণে এই সংঘর্ষ ঘটে। গতকাল রাত ৯টার দিকে বরিশাল থেকে প্রিন্স আওলাদ-১০ এবং ঢাকা থেকে কীর্তনখোলা-১০ পৃথকভাবে প্রায় তিন হাজার যাত্রী নিয়ে রওনা দেয়। তবে ঘন কুয়াশার কারণে চাঁদপুরের হরিনা এলাকায় লঞ্চ দুটি মুখোমুখি সংঘর্ষে জড়ায়।

সংঘর্ষে লঞ্চ দুটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে কীর্তনখোলা-১০ লঞ্চটি পরে ঢাকায় পৌঁছায়। তবে প্রিন্স আওলাদ-১০ দুর্ঘটনার স্থানেই অবস্থান করে।

বিআইডব্লিউটিএ আরও জানায়, প্রায় দেড় হাজার যাত্রীবাহী প্রিন্স আওলাদ-১০ লঞ্চের যাত্রীদের সকাল সাড়ে ৯টার দিকে শুভরাজ-১০ নামের আরেকটি লঞ্চে উদ্ধার করে বরিশালের উদ্দেশে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, দুপুরের মধ্যে যাত্রীরা বরিশালে পৌঁছে যাবেন।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকালের দিকে শুভরাজ-৯ লঞ্চে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। তবে পুরো ঘটনার সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল।

দেবিদ্বারে বাস-ট্রাক-কাভার্ডভ্যানের

দেবিদ্বারে বাস-ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষ

দেবিদ্বারে বাস-ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বারে বাস, ট্রাক ও কাভার্ডভ্যানের ত্রিমুখী সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ দুর্ঘটনার পর থেকে কুমিল্লা-সিলেট মহাসড়কে তিন ঘণ্টারও বেশি সময় ধরে যান চলাচল বন্ধ ছিল।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৯টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বারের চরবাকর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের চরবাকর এলাকায় একটি ট্রাকের চাকা বিস্ফোরিত হয়, ফলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি কাভার্ডভ্যানে ধাক্কা দেয়। এতে ট্রাক ও কাভার্ডভ্যানের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ সময় পেছন থেকে আসা একটি বাস কাভার্ডভ্যানে ধাক্কা দিলে বাসটি রাস্তার পাশে উল্টে যায়, এবং এতে থাকা যাত্রীরা আহত হন। আহতদের সংখ্যা অন্তত ২০ জন বলে জানা গেছে।

এ দুর্ঘটনার পর মহাসড়কে ট্রাক ও কাভার্ডভ্যান আটকে থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে যাত্রীরা দুর্ভোগে পড়েন।

দেবিদ্বার এলাকার মিরপুর হাইওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন নিশ্চিত করেছেন যে, বড় রেকার ছাড়া এই ট্রাক ও কাভার্ডভ্যান সরানো সম্ভব নয়। ময়নামতি থানা থেকে রেকার এসে এগুলো সরানোর পর সড়কে যান চলাচল পুনরায় শুরু হবে বলে তিনি জানান। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

১০ টাকা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায়

১০ টাকা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০

১০ টাকা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় কাঁচা সড়ক মেরামতকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার (২ অক্টোবর) সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি তেরকান্দা গ্রামের একটি কাঁচা সড়ক ভেঙে গেলে মেম্বার গোষ্ঠীর নয়ন ও তার সহযোগীরা মাটি ফেলে সেটি সংস্কার করেন। এরপর মঙ্গলবার (১ অক্টোবর) সকালে একই গ্রামের সর্দার গোষ্ঠীর জুয়েল সিএনজিচালিত অটোরিকশা নিয়ে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় নয়ন তার কাছে সড়ক মেরামতের জন্য ১০ টাকা চান। জুয়েল টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে তর্ক-বিতর্ক এবং হাতাহাতি শুরু হয়।

ঘটনাটি মীমাংসার উদ্দেশ্যে সেদিন সন্ধ্যায় সালিশে বসা হয়। তবে সালিশ চলাকালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে এবং রাতে সংঘর্ষে রূপ নেয়, যা প্রায় এক ঘণ্টা ধরে চলে। এর জেরে বুধবার সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের ৩০ জন আহত হন। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় ঈদে মিলাদুন্নবী

ব্রাহ্মণবাড়িয়ায় ঈদে মিলাদুন্নবী উদযাপনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়ায় ঈদে মিলাদুন্নবী উদযাপনকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

ডেস্ক রিপোর্ট:

ব্রাহ্মণবাড়িয়ার কসবার কদমতলী মোড়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুসে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কসবা পৌর শহরের কদমতলী মোড়সহ কয়েকটি স্থানে এই সংঘর্ষের ঘটনা ঘটে। দুই পক্ষের সমর্থকদের মধ্যে এখনও উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আহলে সুন্নাত ওয়াল জামাতের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে একটি জশনে জুলুস কসবা শহরে প্রবেশ করলে হেফাজতে ইসলামের পক্ষ থেকে এতে বাধা দেওয়া হয়। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন।

পুলিশ সুপার মো. জাবেদুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরের গুরুত্বপূর্ণ তিনটি স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন করা হয়েছে।

চান্দিনায় বিয়ের

চান্দিনায় বিয়ের গেইটে টাকা নিয়ে মারামারি, কনের বাড়ি ভাঙচুর

চান্দিনায় বিয়ের গেইটে টাকা নিয়ে মারামারি

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় বিয়ের গেইটে টাকা নিয়ে মারামারি ও কনের বাড়ি ভাঙচুর করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ৭নং এতবারপুর ইউনিয়নের ওয়ারিশ হাজী বাড়িতে মো. খোকন মিয়ার মেয়ে ফাতেমা আক্তারের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর এই সংঘর্ষের ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, ফাতেমার বিয়ে পাশের দেবিদ্বার উপজেলার নূরিতলা গ্রামের আরাফাতের সঙ্গে সম্পন্ন হয়। বিয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী বর পক্ষ গেইটে কিছু টাকা দেয়, যা নিয়ে কনের প্রতিবেশী খুশি আক্তার (১৮) এককভাবে সেই টাকা নিতে চান। এ নিয়ে বাকবিতন্ডা শুরু হয় এবং পরে তা মারামারিতে রূপ নেয়। খুশির পরিবারের লোকজন কনের পিতার বাড়িঘর ভাঙচুর করে এবং কনের দাদিকে মারধর করে।

এই ঘটনায় কনের দাদি ছায়েরা বেগম (৫৮) গুরুতর আহত হয়ে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।ছায়েরা বেগম ওইদিন রাতে চান্দিনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এই ঘটনায় খুশির পিতা আবুল হোসেন, ভাই কেফায়েত উল্লাহ, বিল্লাল হোসেন, নাজমুল ও নাইমুলসহ ৮ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার সরকার জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত চলছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চাঁদপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরের হাজীগঞ্জে বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন।দুর্ঘটনায় আহত হন চালকসহ আরও এক যাত্রী।

আজ মঙ্গলবার দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ গোগরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে সবুজ (২৫) একজনের নাম জানা গেছে। বাকি দুইজেনের নাম এখনো জানা যায়নি।

স্থানীয়রা জানান, চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের বাকিলা এলাকার গোগড়া এলাকায় চাঁদপুর থেকে হাজীগঞ্জগামী বালুবাহী ট্রাক চাঁদপুরগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী সবুজ নিহত হন। এ সময় আহত আরও চারজনকে সদর হাসপাতালে পাঠানো হলে দুইজন মারা যান। অটোরিকশা চালক আ. আহাদসহ দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানান, অটোরিকশা ও বালুবাহী ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাক চালক পলাতক। এছাড়া ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লায় পিকআপ ভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার:

হানিমুন থেকে ফিরার দিন পিকআপ ভ্যানচাপায় মোটরবাইক আরোহী মো. জাহিদুল ইসলাম সবুজ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।

কুমিল্লা আদর্শ সদর উপজেলার কালকেপাড় এলাকায় শনিবার এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. জালাল উদ্দিন।

সবুজ পাশের বুড়িচং উপজেলার গাজীপুর এলাকার হুমায়ুন কবিরের ছেলে। তিনি কুমিল্লা ইপিজেডের একটি কোম্পানিতে কর্মরত ছিলেন।

পরিবারের বরাত দিয়ে ইউনিয়ন পরিষদ সদস্য জালাল উদ্দিন বলেন, ২০ দিন আগে সবুজ বিয়ে করেন। গেল বৃহস্পতিবার সবুজ তার বউকে নিয়ে কক্সবাজার হানিমুন করতে যান। শনিবার ভোরে বাড়ি ফিরেন। সকালে ইপিজেডের উদ্দেশ্য মোটরবাইক নিয়ে যাওয়ার পথে বিপরীতমুখী একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সবুজ মারা যান। পরিবারের লোকজন মরদেহ বাড়ি নিয়ে যান।

নোয়াখালীতে আধিপত্য বিস্তারে প্রবসাীকে কুপিয়ে হত্যার, আটক ৭

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্রকে করে মো. সৌরভ হোসেন সাজ্জাদ (২০) নামে এক প্রবাসী যুবককে কুপিয়ে হত্যার

আটককৃতরা হলো, রিয়াজ উদ্দিন (২৩), আরিফ উদ্দিন (২৫), আরমান রাহাত (২১), পারভেজ রাজু (২০), আবু নাছের (২৫), মো. ফারুক (৪২), রাকিব উদ্দিন (২৫)। আটককৃত সবাই সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাসিন্দা। ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

নিহত মো. সৌরভ হোসেন সাজ্জাদ উপজেলার নোয়ান্নই ইউনিয়নের ৩নং রামকৃঞ্চপুর গ্রামের আহাম্মদ মুন্সি বাড়ির মো. সবুজের ছেলে।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান আটকের বিষয়টি নিশিত করে জানান, এ ঘটনায় থানা মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোর্পদ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, উপজেলার নোয়ান্নই ইউনিয়নের তিন গ্রামের মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিলো। ওই বিরোধের জের ধরে সোমবার দুপুরের দিকে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপ স্থানীয় বাধেরহাট বাজারে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই সংঘর্ষে আবুধাবি প্রবাসী সৌরভকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের অভিযোগ, সংঘর্ষে জড়ানো দু’গ্রুপই স্থানীয় সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুল করিম বাবুর অনুসারী।