Tag Archives: সাংসদ অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে অর্থমন্ত্রীর শোক প্রকাশ

সাংসদ অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে ডা. প্রাণ গোপাল দত্তের শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার :
মহান মক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন দেশের প্রখ্যাত চিকিৎসক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. প্রাণ গোপাল দত্ত।

এক শোকবার্তায় তিনি বলেন, অধ্যাপক আলী আশরাফ ছিলেন একাত্তরের রণাঙ্গণের এক বীর যোদ্ধা। দীর্ঘ ষাট বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ ছিলেন তিনি। টানা পাঁচবার তিনি জাতীয় সংসদে কুমিল্লার ভোটারদের প্রতিনিধিত্ব করেছেন। একসময় দায়িত্ব পালন করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা সম্পাদক এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতির।
এমন একজন দেশপ্রেমিক ও জাতিরজনক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকের মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে অপূরণীয় শূণ্যতার সৃষ্টি হলো। কুমিল্লার এই বর্ষীয়ান রাজনীতিকের অবদান জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।

শোকবার্তায় ডা. প্রাণ গোপাল দত্ত মরহুমের পরিবার-পরিজনের প্রতিগভীর সমবেদনা জানান।

সাংসদ অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে এমপি বাহারের শোক

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা সদর সাংসদ ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার।

এমপি বাহারের পক্ষে মিডিয়া উইং রাজনীতিবিদ গাজী এমদাদ লিখিত শোক প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছেন।

এমপি বাহার এক শোকবার্তায় বলেন,  মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্য দের প্রতি তাঁর গভীর সমবেদনা এবং সহানুভূতি প্রকাশ করছি। মহান রাব্বুল আলামীন মরহুম মোঃ আলী আশরাফ এমপি কে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। আমিন।

 

সাংসদ অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে অর্থমন্ত্রীর শোক প্রকাশ

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এফসিএ, এমপি।

অর্থমন্ত্রী এক শোকবার্তায় বলেন, অধ্যাপক আলী আশরাফ ছিলেন একজন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে অপূরণীয় শূণ্যতার সৃষ্টি হলো। দেশ ও জনগণের সেবায় তার অবদান জাতি চিরকাল কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে।

অর্থমন্ত্রী ব্যক্তিগতভাবে ও অর্থমন্ত্রণালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে মরহুমের পরিবার-পরিজন, সন্তানসহ সকলকে গভীর সমবেদনা জানান।