Tag Archives: সাংসদ হিসেবে শপথ নিলেন কুমিল্লার আঞ্জুম সুলতানা সীমা

সাংসদ হিসেবে শপথ নিলেন কুমিল্লার আঞ্জুম সুলতানা সীমা

স্টাফ রিপোর্টারঃ
জাতীয় সংসদের সংরক্ষিত নারাী আসনের ৪৯ সংসদ সদস্য শপথ নিয়ছেন। তাদেরকে শপথবাক্য পড়িয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এ সময় শপথ গ্রহণ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রবীন রাজনীতিবিদ,কুমিল্লা জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আফজল খানের কন্যা,কুমিল্লা সিটি কর্পোরেশন এর সাবেক প্যানেল মেয়র,কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আনজুম সুলতানা সীমা।

তাকে কুমিল্লা সিটি করপোরশনের নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত করেছিলেন। কিন্তু আওয়ামী লীগের অভ্যন্তরীন কোন্দলের জন্য সেই নির্বাচনে আঞ্জুম সুলতানা সীমা বিজয়ী হতে পারেননি। বিজয়ী না হলেও প্রধানমন্ত্রীর স্নেহ থেকে তিনি বঞ্চিত হননি। এবার সংরক্ষিত মহিলা আসনে আঞ্জুম সুলতানা সীমাকে নির্বাচিত করেছেন প্রধানমন্ত্রী।