স্টাফ রিপোর্টার:
স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি ডাঃ এ বি এম খুরশিদ আলমের শাশুড়ী ও ঢাকা মেডিকেলের গাইনি বিভাগের অধ্যাপক ডাঃ ফাতেমা রহমানের মা মিসেস হাবিবুর রহমান গতকাল রাত ১১ টায় ঢাকাস্থ মোহাম্মদপুরে নিজেদের ফ্ল্যাট বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
আজ শনিবার বাদ জোহর জানাজা শেষে আজিমপুর কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়েছে।
মরহুমার স্বামী হাবিবুর রহমান সাবেক চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এই মুহুর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
তিনি দুই মেয়ে ও তিন পুত্র সন্তানের জননী। মরহুমার পক্ষ থেকে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি
দেশে বিদেশের আত্মীয় বন্ধু স্বজনদের প্রতি দোয়া প্রার্থনার অনুরোধ করেছেন।