সেলিম চৌধুরী হীরাঃ
কুমিল্লার লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউপির মোহাম্মদপুর গ্রামে ৩০ ফুট উচু গাছ থেকে জাফর ( ২৬) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে লাকসাম থানা পুলিশ৷
স্থানিয় ও পুলিশ সূত্রে জানা যায়, কয়েক বছর আগে ওই গ্রামের আক্কাছ মিয়ার ছেলে জাফর মিয়া একই বাড়ির তার চাচাত বোন কোহিনুরকে বিয়ে করে৷ তাদের এক বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে৷ তবে তাদের দাম্পত্য জীবন তেমন ভালো যাচ্ছেনা৷ মৃত জাফর মিয়া চট্টগ্রাম শহরে রিক্সা চালাতেন৷ শুক্রবার সে বাড়ী আসে এবং আজ তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি হয়৷ শনিবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে স্থানিয় লোকজন তাদের বাড়ীর পাশে উচু গাছের প্রায় ৩০ ফুট উচ্চতায় জাফর মিয়ার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়৷ পুলিশ ঘটনা স্থল থেকে মহিলাদের ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়৷
লাকসাম থানার পুলিশের উপ-পরিদশক সাইফুল ইসলাম জানান, রাত প্রায় ৮ টার দিকে খবর পেয়ে গাছে ঝুলন্ত লাশ উদ্ধার করে থানায় নায়ে আসি৷ সাথে মৃত জাফর মিয়ার স্ত্রী কহিনুর বেগমকে জিঞ্জাসা বাদের জন্য আনা হয়েছে৷ এই রিপোট লেখা পর্যন্ত মৃত্যুর কারন জানা যায়নি৷