স্টাফ রিপোর্টার:
নানা কর্মসুচির মধ্যদিয়ে কুমিল্লায় মহান স্বাধীনতার ৫০ বছর পুর্তি ও বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সকাল ৮ টায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত স্টেডিয়ামে কুচকাওয়াজ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে হলদে পাখির প্রদর্শনীতে প্রথম হয়েছে গুলবাগিচা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। দ্বিতীয় হয়েছে নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা বিদ্যালয়।
কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নানসহ অতিথিরা গুলবাগিচা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিজয়ী হলদে পাখির দলনায়ক লুৎফুন্নাহার লিপির হাতে পুরুষ্কার তুলে দেন। এসময় হলদে পাখির হুমায়রা, মুনজেরিন চৌধুরী, আবিয়া জাহান নুরাসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের শিক্ষিকা লুৎফুন্নাহার লিপি, ফরিদা ইয়াসমীন, নিগার জাহান, শিক্ষক নেছার উদ্দিন মজুমদার ও ওমর ফারুকের নেতৃত্বে গুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও প্রদর্শনীতে অংশ নেয়।