বি এম মহিউদ্দিন মন্টিঃ
মানুষ মানুষের জন্য।সবার উপরে মানুষ সত্য এমনই কথার বাস্তব রূপ দিচ্ছেন বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রলীগের আয়োজন। মাসব্যাপি সেহরি, ইফতার ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে।
করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত কঠোর লকডাউনে বাংলাদেশ ছাত্রলীগ, সম্মিলিত বেসরকারি চিকিৎসা বিজ্ঞানের বিপ্লবী সাধারণ সম্পাদক ডাঃ আশিক হাসান স্বাগত পবিত্র মাহে রমজানের শুরু থেকেই বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছেন তার নির্দেশনায় সকল ইউনিট সমূহের মাস ব্যাপী ইফতার ও সেহেরী বিতরনের কর্মসূচীর অংশ হিসেবে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ছাত্রলীগের পক্ষ হতে বিপদগ্রস্ত অসহায় মানুষের মাঝে পবিত্র মাহে রমজানের ১১তম দিনেও ইফতার ও সেহেরি বিতরণ কর্মসূচী অব্যাহত রয়েছে।
এই প্রসঙ্গে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রিতম মজুমদার জানান, আমাদের প্রান প্রিয় নেতা ডা: আশিক হাসান স্বাগত ভাই রমজানের শুরুতেই আমাদের অসহায় খেটে খাওয়া মানুষ গুলোর স্বার্থে বিভিন্ন কর্মসূচী গ্রহনের নির্দেশ দেন, আমরা আমাদের নেতার নির্দেশ মেনে কাজ করে যাচ্ছি।
সংগঠনের সদস্যবৃন্দরা আরও জানান, আমরা অসহায় মানুষের পাশে আছি থাকবো। আমাদের এমন সুন্দরকাজ আগামীতেও অব্যাহত থাকবে।