Tag Archives: হাজী বাহারের নির্বাচনী থিম সং- কুমিল্লা এগোলেই

হাজী বাহারের নির্বাচনী থিম সং- কুমিল্লা এগোলেই, এগোবে বাংলাদেশ!

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা সদর -৬ আসনের নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব আ.ক.ম বাহা উদ্দিন বাহারের অফিসিয়াল থিম সং উদ্বোধন করা হয়। সোমবার রাত দশটায় হাজী বাহারের রাজনৈতিক কার্যালয় মুন্সেফ বাড়িতে শত সহস্রাধিক নেতাকর্মী ও সাধারণ ভোটারদের উপস্থিতিতে থিম সং এর ভিডিও প্রদর্শন করা হয়।

আগামীর সুখী সমৃদ্ধ কুমিল্লা বিনির্মাণে নৌকা প্রতীকের প্রার্থী হাজী বাহারের থিম সং দেখে আপ্লুত হয়ে পড়েন নগরবাসী। এমন সুখী সমৃদ্ধ ও উন্নত কুমিল্লাই চান কুমিল্লাবাসী।

এদিকে ভালো গ্রাফিক্স ও হাই রেজুলেশনে নির্মিত থিম সংয়ের সার কথা ছিলো কুমিল্লা এগুলো-এগুবে বাংলাদেশ। হৃদয় ছোয়া সুরে গানের বিভিন্ন চিত্রায়ণ হয় কুমিল্লার ইতিহাস ঐতিহ্যের লোকেশনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে।

এ ভিডিও গত ১৪ ঘন্টায় অর্ধ লক্ষাধিক লোক দেখেছেন।শেয়ার হয়েছে কুড়ি হাজারের বেশি। কমেন্ট করছেন এক হাজারের চেয়ে বেশি মানুষ।

এদিকে নৌকা প্রতিকের প্রার্থী হাজী বাহারের অফিসিয়াল থিম সং দেখে আবেগে আপ্লুত বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, মুক্তিযোদ্ধাসহ অসংখ্য মানুষজন তাদের অনভূতি ব্যক্ত করেন। তারা বলেন, স্বপ্নের সুখী সমৃদ্ধ কুমিল্লা গড়তে হাজী বাহারের বিকল্প নেই।