সাকিব আল হেলাল :
কুমিল্লার বরুড়ায় বুধবার(১৪ আগষ্ট) সকাল ১১টায় বরুড়া উপজেলা মিলনায়তনে গুণীজন সংবর্ধনা, হিফজ অধ্যায়নরত ছাত্রদের মাঝে বস্ত্র বিতরণ ও অভিষেক অনুষ্ঠান-২০১৯ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আসাদুজ্জামান জুয়েল সওদাগরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারভিডার সভাপতি ও এফ বি সি আই এর পরিচালক মোঃ আব্দুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক বিভাগীয় প্রধান ডাঃ মোহাম্মদ ইকবাল হোসেন, রামগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান ভুঁইয়া, ঢাকাস্থ বরুড়া জনকল্যান সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, মেডিকেয়ার হসপিটালের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মমিন, বিশিষ্ট শিল্পপতি রিয়াজুল ইসলাম চৌধুরী, ব্র্যাক ব্যাংক বরুড়া শাখার ম্যানেজার মোহাম্মদ বেলাল হোসেন, ডাঃ আব্দুল মতিন, খায়রুল এনাম এয়াকুব, প্রমুখ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র বাহাদুরুজ্জামান বাহাদুর। শাকিলা জামান ও আজহার সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ও প্রোগ্রাম বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাংবাদিক রিয়াজ উদ্দিন রানা। আরও বক্তব্য দেন প্রধান সমন্বয়ক বশিরুল ইসলাম সিরাজী, ডাঃ সিহাব উদ্দিন পিয়াল। কোরআন তেলোয়াত করেন মোঃ আলী হোসেন।