স্টাফ রিপোর্টার:
সৌদি আরবের জেদ্দায় হৃদরোগে আক্রান্ত হয়ে মো. আব্দুল হাই বাবুল (৫৬) নামে এক প্রবাসী বাংলাদেশী নিহত হয়েছে।
গত বৃহস্পতিবার (১ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টায় এঘটনা ঘটে। মৃত আব্দুল হাই বাবুল কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের নোয়াগ্রামের মৃত মোখলেসুর রহমানের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তার দুই চাচাতো ভাই জেদ্দা আ’লীগ সদস্য ফরিদ আহমেদ মজুমদার ও মীর কাসেম মজুমদার জানিয়েছেন, আব্দুল হাই অত্যন্ত ভালো মানুষ ছিলেন। সে দীর্ঘদিন যাবৎ জেদ্দাতে কর্মরত ছিলেন। ঘটনার দিন বৃহস্পতিবার হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তানসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে জেদ্দা প্রবাসী চৌদ্দগ্রাম আওয়ামী পরিষদ, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ভিপি ফারুকসহ অনেকেই। এছাড়াও শোক প্রকাশ করেছে চৌদ্দগ্রামের সামাজিক সংগঠন দুরন্ত নোয়াগ্রাম স্পোর্টিং ক্লাব। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতের লাশ দেশে তার পরিবারের কাছে পাঠানোর প্রস্তুতি চলছে।