ইউসুফ পাটোয়ারী লিংকন,কাতার:
হৃদয়ে বাংলাদেশ প্রবাসী একতা সংঘ কাতার এর কার্যনির্বাহী কমিটির (২০২১-২০২৩) পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় মোজাম্মেল হোসেন সোহাগ সভাপতি এবং আনোয়ার হোসেন সুমনকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এর মধ্যে ৫১ সদস্যকে কার্যনির্বাহী কমিটিতে বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়, সেই সঙ্গে সাত সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি এবং পাঁচ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সুমনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সহ সভাপতি এনামুল হক মঞ্জু ৷
উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করেন সংগঠনের পরিচালক মোকাররম আলী চৌধুরী সাহাদ।
পরিচালনা পরিষদের নাম ঘোষণা করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এনামুল হক মঞ্জু।
সংগঠনের কার্যনির্বাহী কমিটি ২০২১ থেকে ২০২৩ পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করেন পরিচালনা কমিটির সদস্য রেজোয়ান বিশ্বাস নিলয় ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা সালেহ আহমেদ খোকন, উপদেষ্টা শেখ ফিরোজ, ইঞ্জিনিয়ার মফিজুর রহমান, ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন৷
এছাড়াও বক্তব্য রাখেন যুগ্মসাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন আহমেদ রনি, সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন বাবু, সহ-সাংগঠনিক সম্পাদক জিকু আলম ভূঁইয়া ৷
হৃদয় বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির সকল সদস্যরা তাদের নিজ নিজ দায়িত্বে বুঝে নেন এবং ভবিষ্যতে সংগঠনকে আরো শক্তিশালী এবং যুগোপযোগী করে সামনের দিকে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷