মহিউদ্দিন ভূঁইয়াঃ
কুমিল্লার হোমনা উপজেলার রামকৃষ্ণপুর এলাকার তিতাস নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্বার করা হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) সকালে মরদেহটি নদীতে ভাসতে দেখে স্থানীয়রা হোমনা থানা পুলিশে খবর দেয়। পরবর্তীতে বিকাল সাড়ে তিনটায় মরদেহটি উদ্বার করে হোমনা থানা পুলিশ।
নদীতে ভাসমান মরদেহটি দেখতে নদীর দুই ধারে হাজার হাজার উৎসুক জনতার ভিড় জমে। রামকৃষ্ণ পুর বাজারের পশ্চিমে হোমনার অংশে দীর্ঘক্ষণ থাকায় হোমনা থানা পুলিশ মরদেহটি উদ্বার করে।
এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কায়েস আকন্দ জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে অজ্ঞাত পরিচয়ের মরদেহটি উদ্বার করি।উজান থেকে নদীতে ভেসে আসছে বলে মনে হচ্ছে।তার পরিচয় শনাক্ত করার চেষ্টা করছি।