Tag Archives: হোমনায় করোনায় ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রীর প্রণোদনা ঋণ বিতরণ

হোমনায় করোনায় ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রীর প্রণোদনা ঋণ বিতরণ

 

তাসীন তিহামী:
কুমিল্লার হোমনায় করোনায় ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রীর ঘোষিত প্রণোদনা ঋণ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৩ আগস্ট) মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, কমিউনিটি ক্নিনিক, হোমনা থানা, হোমনা আদর্শ উচচ্চ বিদ্যালয়, হোমনা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) হোমনা উপজেলা কার্যালয়ের উদ্যোগে ১৭ জন ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তার মাঝে ২৭ লাখ টাকার ঋণের চেক হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার রুমন দে ‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঋণের চেক বিতরণ করেন কুমিল্লার জেলা প্রশাসক, মোহাম্মদ কামরুল হাসান, বিশেষ অতিথি ছিলেন বিআরডিবি’র উপ-পরিচালক যোবেদা আক্তার, হোমনা পৌর মেয়র এ্ড. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহসিন সরকার।

এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ মো. নজরুল ইসলাম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহমুদুল হাসান, মৎস্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া, উপজেলা প্রকৌশলী জুনায়দ আবছার চৌধুরী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাহিদ আহম্মদ জাকির, মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা, ইউপি চেয়ারম্যান নাজিরুল হক ভূঁইয়া, মো. তাইজুল ইসলাম মোল্লা প্রমুখ।

পরে মুজিব বর্ষের উপহার হিসেবে ৩০ জন পল্লী উদ্যোক্তাদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।