স্টাফ রিপোর্টারঃ
হোমনা উপজেলা পরিষদ সংলগ্ন লাইফ কেয়ার নামের একটি বে-সরকারি হাসপাতালে প্রসুতির মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএ ডা. মো. সরফরাজ হোসেন খান তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি কনসালটেন্ড ডা. সায়মা আহমেদকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির অন্যরা হলেন স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ড ডা. রাশেদুল আলম ও ডা. সালাম সিকদার। কমিটিকে পাঁচ কার্য দিবসের মধ্যে তদন্ত করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
জানা গেছে, বুধবার ভোরে উপজেলার দৌলতপুর গ্রামের আবদুল আলিম মোল্লার স্ত্রী সাবিনা ইয়াসমিনের প্রসব বেদনা উঠলে তাকে উপজেলা পরিষদ রোডের বে-সরকারি লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে সকাল সাড়ে ছয়টা প্রসুতির সিজারিয়ান অপারেশন করেন হাসপতালে কর্মরত চিকিৎসক আবু নাসের। অপারেশনের পর সাবিনার ব্লাড বন্ধ হচ্ছিল না।
এরপর বেলা সাড়ে ১১টায় তাকে আশংকাজনক অবস্থায় ঢাকায় রেফার করলে পথে তার মৃত্যু হয়।