Tag Archives: ৪৫০ ছাত্র-ছাত্রীসহ বিক্রি হবে হাইস্কুল

৪৫০ ছাত্র-ছাত্রীসহ বিক্রি হবে হাইস্কুল

ডেস্ক রিপোর্ট :

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বিজ্ঞাপন একটি সাধারণ ঘটনা। তবে বিজ্ঞাপন যদি হয়- ছাত্রছাত্রীসহ হাইস্কুল বিক্রির? তাহলেতো চোখ কপালে ওঠারই কথা! সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে ছাত্রছাত্রীসহ হাইস্কুল বিক্রির একটি বিজ্ঞাপন।

বেশ কয়েকদিন ধরেই এ বিজ্ঞাপনটি ঘুরছে ফেসবুকে ব্যবহারকারীদের ওয়ালে। সেখানে লেখা আছে- ‘বিক্রয় হইবে হাইস্কুল/প্লে-দশম শ্রেণি চলমান/৪৫০ ছাত্রছাত্রীসহ’। বিজ্ঞাপনদাতার সঙ্গে যোগাযোগ করার জন্য একটি মোবাইল নম্বরও দিয়ে দেয়া হয়েছে সেই বিজ্ঞাপনের নিচে।

এদিকে ফেসবুকে এই ছবি শেয়ার করে অনেকে নানা মন্তব্য করছেন। তারা তুলে ধরছেন বর্তমান শিক্ষাব্যবস্থার হালহাকিকত।

এদিকে বিজ্ঞাপনে স্কুল অথবা স্থানের নাম উল্লেখ না থাকায় স্কুলটির অবস্থান এবং বিজ্ঞাপনের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে বিজ্ঞাপনে উল্লিখিত নম্বরে ফোন দিলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।