কুবি প্রতিনিধিঃ
অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)। মঙ্গলবার দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ফলজ ও বনজ বৃক্ষরোপণ করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, ট্রেজারার প্রফেসর ড. মো. আসাদুজ্জামান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম, বিজ্ঞান অনুষদের ডীন ড.দুলাল চন্দ্র নন্দী, নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলে প্রাধ্যক্ষ্য মো. সাদেকুজ্জামান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমান, লোক প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. রশিদুল ইসলাম, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান কাজী এম. আনিছুল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, সাংবাদিক সমিতির সভাপতি তানভীর সাবিক ও সাধারণ সম্পাদক শাহাদাত বিপ্লব সহ সংগঠনটির সদস্য ও সহযোগী সদস্যরা।
উল্লেখ্য, উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অওর থেকেই কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি যাত্রা শুরু করে। তবে ২০১৩ সালের ৬ ডিসেম্বর প্রাতিষ্ঠানিকভাবে অনুমোদন পায়।