আন্তর্জাতিক ডেস্কঃ
কমপক্ষে ৮৫ আরোহী নিয়ে ফিলিপাইনে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে।
দেশটির সামরিক বাহিনীর প্রধানের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।
ফিলিপাইনের সামরিক বাহিনীর প্রধান জেনারেল সিরিলিতো সোবেজানা এএফপিকে বলেন, সুলু প্রদেশের জোলো দ্বীপে অবতরণের সময় সি-১৩০ মডেলের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এখন পর্যন্ত সেখান থেকে ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, ‘উদ্ধার তৎপরতা চলছে, আরও অনেককে যাতে জীবিত উদ্ধার করা যায় সে জন্য আমরা প্রার্থনা করছি।’