ডেস্ক রিপোর্ট:
প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীন জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা (এনএসআই) একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি বিভিন্ন পদে ৯৯০ জনকে নিয়োগ দেবে। আগামী ২৩ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে আবেদন ও পরীক্ষার ফি জমা দেয়া যাবে।
প্রতিষ্ঠানটিতে সহকারী পরিচালক পদে ১০২ জন, গবেষণা কর্মকর্তা পদে ২, সহকারী পোগ্রামার ৪, ফিল্ড অফিসার ৭৯, কম্পিউটার টেকনিশিয়ান ১, রেডিও টেকনিশিয়ান ১, একাউন্ট্যান্ট কাম ক্যাশিয়ার ১, জুনিয়র ফিল্ড অফিসার ৬৪, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ৪, ফটোগ্রাফার ২, ওয়্যারলেস অপারেটর ৬৪, অফিস অ্যাসিসট্যান্ট ১, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৪১, ওয়াচার কনস্টেবল ৫৭০, ডেসপাচ রাইডার ১ এবং অফিস সহায়ক পদে ৫৩ জনকে নিয়োগ দেয়া হবে।