আগামীকাল কুমিল্লার চান্দিনায় এসএসসি-২০০১ বন্ধুদের মিলনমেলা

স্টাফ রিপোর্টার:
“ শেকড়ের টানে কাছে আনে ’’ শ্লোগানে এসএসসি-২০০১ বন্ধুদের মিলনমেলা ২৪ সেপ্টেম্বর (শুক্রবার) কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাজার এলাকার ছাদিম উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ।
ইউনিটি অব কুমিল্লা এসএসসি-২০০১ ফেসবুক গ্রুপের ওমর ফারুক ও ফরহাদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার সকাল ৯ টায় সকল বন্ধুদের প্রবেশের পর সাড়ে ৯ টায় অনুষ্ঠানের উদ্বোধন হবে। এরপর উদ্বোধন বক্তব্যের পর ছাদিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বক্তব্য রাখবেন।
সকাল ১০ টায় পরিচয় পর্ব শুরু হবে। বেলা ১১ টায় সোনামনিদের পুরষ্কার বিতরণ এবং বেলা সাড়ে ১১ টায় সেরা দশের পুরস্কার ও গ্রুপে অবদানকারীদের সম্মাননা প্রদান। দুপুর ১২ টায় কেক কাটা এবং দুপুর সোয়া ১২ টায় বন্ধু, বান্ধবীদের অংশগ্রহণে খেলাধুলা। এরপর দুপুর জুম্মার নামাজের বিরতির পর পৌণে ২ টায় দুপুরের খাবারের আয়োজন।
দুপুর আড়াইটায় সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকেল সাড়ে ৪ টায় বিকালের নাস্তা। বিকাল ৫ টায় র্যাফেল ড্র।
বিকাল সোয়া ৫ টায় খেলাধুলা বিজয়ী ও রাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে ।
বিকাল ৫ টা ৪০ মিনিটে সমাপনী বক্তব্য শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে।