বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

কুমিল্লায় এনএসআইয়ের এডি পরিচয়ে প্রতারণা করে আসছিল জনি চক্রবর্তী !

আজকের কুমিল্লা ডট কম :
সেপ্টেম্বর ১০, ২০২১
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় একজন ভূয়া এন এস আই কর্মকর্তাকে আটক করেছে কুমিল্লা এনএসআই (জাতীয় নিরাপত্তা সংস্থা)।

বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর রাণীর বাজার এলাকা হতে কুমিল্লা এনএসআই এর যুগ্ম পরিচালকের নেতৃত্বে মাহমুদুল হাসান নামের এক ভূয়া এনএসআই সদস্যকে আটক করা হয়। তার প্রকৃত নাম জনি চক্রবর্তী। তার বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলায়।

সে কম্পিউটার থেকে ভূয়া পরিচয়পত্র বের করে প্রতারণা করে আসছিল। সে এডি পরিচয় দিয়ে আসছিল।

কুমিল্লা এনএসআইয়ের যুগ্ম পরিচালক জি এম আলীম উদ্দিন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

আর পড়তে পারেন