কুমিল্লায় শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্স ও কুমিল্লা স্পোর্টস একাডেমির ভিত্তি প্রস্তর স্থাপন
আশিকুর রহমান আশিক:
কুমিল্লায় শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্স ও কুমিল্লা স্পোর্টস একাডেমির ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার ( ৩ ফেব্রুয়ারি) নগরীর শুভপুরে গোমতী নদীর তীরে শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্স ও কুমিল্লা স্পোর্টস একাডেমির ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি কুমিল্লার সদর আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার।
জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফারুক আহমেদ বিপিএম বার,জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত,জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেনসহ আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীগের কুমিল্লা উত্তর জেলার সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর আলম সরকার,আদর্শ সদর উপজেলার ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন বাহালুল,মামুনুর রশিদ মামুন ও কাজী মুজাম্মেলসহ আরও অনেকে।
পরে বেলুন উড়িয়ে লাল দল বনাম নীল দলের প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।