কুমিল্লায় ৩১ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারি আটক

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার আদর্শ সদর থেকে মাইক্রোবাসভর্তি গাঁজাসহ দুই মাদক পাচারকারিকে আটক করেছে র্যাব-১১ সিপিসি ২।
শনিবার (২৮ আগস্ট) ভোরে আদর্শ সদর উপজেলার অরন্যপুর এলাকায় অভিযান চালিয়ে ৩১ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। এসময় মাদকপাচারে ব্যবহৃত একটি এক্স নোহা মাইক্রোবাসও জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, চাঁদপুর জেলা সদরের বালিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে আরিফ হোসেন কয়াল (২৮), বরিশাল জেলার গৌরনদী উপজেলার গেরাকুল গ্রামের মৃত গোলাম আলী সিকদারের ছেলে দুলাল সিকদার (৫০)।
কুমিল্লাস্থ র্যাব-১১ সিপিসি ২-এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। মাদক আইনে মামলার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।