কুমিল্লা মহানগরীতে লকডাউন অমান্য: ৭ দোকানদারকে জরিমানা

শাহ ইমরান:
কুমিল্লা মহানগরীতে লকডাউন অমান্য করে বিভিন্ন দোকান খোলা রাখায় ৭টি দোকানকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার( ১৪ এপ্রিল ) সকাল ১০ থেকে রাত ৮টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাসরিন সুলতানা নিপা এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা সেনাবাহিনী কুমিল্লা এরিয়ার ক্যাপ্টেন সাইফ ।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাসরিন সুলতানা নিপা জানান, লকডাউন অমান্য করায় এ জরিমানা করা হয়েছে। কুমিল্লায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।