কুমিল্লা-৮ (বরুড়া) আসনে এক সাথে ৯৯টি কেন্দ্রে ধানের শীষের মিছিল

স্টাফ রিপোর্টার:
কুমিল্লা-৮ (বরুড়া) আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ জাকারিয়া তাহের সুমনের পক্ষে ধানের শীষের মিছিল করে বিএনপির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৯৯টি ভোট কেন্দ্রে একযুগে ধানের শীষের এ মিছিল অনুষ্ঠিত হয়। বরুড়া উপজেলার ইউনিয়ন ও পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাকদের নেতৃত্বে কেন্দ্র ভিত্তিক মিছিলে বিএনপির নেতাকর্মী ও সর্মথকরা অংশগ্রহণ করেন।