ক্ষতিগ্রস্ত কুমিল্লার কাগজ অফিস পরিস্কার-পরিচ্ছন্ন করলেন শিক্ষার্থীরা
স্টাফ রিপোর্টার:
দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত দৈনিক কুমিল্লার কাগজ অফিস পরিস্কার-পরিচ্ছন্ন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লার শিক্ষার্থীরা।
শনিবার (১০ আগষ্ট) নগরীর কান্দিরপাড়ে অবস্থিত এ মিডিয়া কার্যালয়টি পরিস্কার-পরিচ্ছন্ন করে দেন শিক্ষার্থীরা।
এ বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার কাগজের সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম।
এর আগে সরকার পতনের দিন বিকেলে জেলাজুড়ে ভাংচুর-সহিংসতা চলাকালে কুমিল্লা কাগজ অফিস ভাংচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।