খলনায়িকা 'পপি'
বিনােদন ডেস্ক: দেড় যুগের ক্যারিয়ারে প্রথমবারের মতো খল চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন পপি। জসিম উদ্দীনের ‘দি আমেরিকান ড্রিমস’-এ নতুন পপিকে দেখবে সবাই। চরিত্রটি নিয়ে বেশ উচ্ছ্বসিত তিন-তিনবার জাতীয় পুরস্কার বিজয়ী এই অভিনেত্রী বলেন, ‘আমি সব সময় চরিত্রের ভিন্নতা খুঁজেছি। এই ছবির কেন্দ্রীয় চরিত্র আমি। সহজ-সরল একটি মেয়ে টাকা ও সম্মানের লোভে কতটা নিচে নামতে পারে, সেটাই ছবিটির গল্প। চেষ্টা করব চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার। আশা করছি, আমাকে নতুর রূপে দেখে দর্শকদের ভালো লাগবে।’ ‘দি আমেরিকান ড্রিমস’ ছবির ৭০ শতাংশ শুটিং হবে যুক্তরাষ্ট্রে। মার্চ থেকেই শুটিং শুরু হবে বলে জানিয়েছেন ছবির পরিচালক।