চেরি ক্রিম চিজ ডেজার্ট
লাইফ স্টা্ইল ডেস্ক: মিষ্টিজাতীয় ডেজার্ট সবাই খেতে পছন্দ করে। তাই আজকের আয়োজনে থাকছে চেরি ক্রিম চিজ ডেজার্টের রেসিপি। বাসায় বসে নিজেই তৈরি করুন মজাদার চেরি ক্রিম চিজ ডেজার্ট।
উপকরণ : চেরি ফল ১৫ থেকে ২০টি, বিস্কুটের গুঁড়ো তিন কাপ, চিনি দুই টেবিল চামচ, মাখন দুই টেবিল চামচ, ক্রিম চিজ এ প্যাকেট, কনডেন্সড মিল্ক এক ক্যান, লেবুর রস একং চা চামচ ও ভেনিলা এসেন্স এক চা চামচ।
প্রস্তুত প্রণালি : প্রথমে একটি বাটিতে বিস্কুটের গুঁড়ো, চিনি ও মাখন ভালো করে মিশিয়ে নিন। এবার অন্য একটি বাটিতে ক্রিম চিজ বিটার দিয়ে ভালো করে বিট করুন। এখন এর মধ্যে কনডেন্সড মিল্ক দিয়ে ভালোভাবে মেশান। এরপর এতে লেবুর রস ও ভেনিলা এসেন্স দিয়ে নেড়ে নিন। এবার ছোট ছোট গ্লাসে প্রথমে বিস্কুটের গুঁড়োর মিশ্রণ দিয়ে এর ওপর ক্রিম চিজের মিশ্রণ দিন। সবশেষে চেরি ফল দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার চেরি ক্রিম চিজ ডেজার্ট।